kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

ভিড় কমাতে ফেসবুকে পশুর হাট

চুয়াডাঙ্গা প্রতিনিধি   

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় কমাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে ফেসবুকে চালু করা হয়েছে পশুর হাট। এরই মধ্যে চালু হয়ে গেছে এই হাট। জেলা প্রশাসন থেকে ‘অনলাইন পশুহাটে’র মাধ্যমে গরু-ছাগল কেনাবেচার অনুরোধ জানিয়ে প্রচার চালানো হচ্ছে। গত ৭ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরবানির পশু ক্রেতা-বিক্রেতাদের ‘অনলাইন পশুহাট, চুয়াডাঙ্গা’ ফেসবুক অ্যাকাউন্ট থেকে গরু-ছাগল কেনাবেচার অনুরোধ জানানো হয়।

চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ গ্রামের খামার মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, করোনাভাইরাস থেকে নিরাপদের জন্য জেলা প্রশাসনের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে এ বছর হাটেও পশুর দাম কম। অনেকে হাটে যাচ্ছে না। তারা ফেসবুক পেজের ‘অনলাইন পশুহাট, চুয়াডাঙ্গা’য় ঢুকে পছন্দের পশু দেখে বিক্রেতার সঙ্গে দরদাম করে কিনতে পারছে। এটি একটি ভালো উদ্যোগ।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে কমানো যায়—সেই লক্ষ্য নিয়েই ‘অনলাইন পশুহাট, চুয়াডাঙ্গা’র ফেসবুক পেজ চালু করা হয়েছে। পশুর ছবি ও নির্দিষ্ট কিছু তথ্য দিতে বলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা