kalerkantho

বৃহস্পতিবার । ১৬ আশ্বিন ১৪২৭ । ১ অক্টোবর ২০২০। ১৩ সফর ১৪৪২

রুস্তম আলীর সংসদীয় পদ বাতিল দাবি

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসংসদ সদস্য (এমপি) ডা. রুস্তম আলীর বিরুদ্ধে মঠবাড়িয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজে অবৈধ হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের এমপি।

এর প্রতিবাদে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা মানববন্ধন এবং সমাবেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ডা. রুস্তমকে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করার দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ডা. রুস্তমের অবৈধ হস্তক্ষেপে সম্প্রতি মঠবাড়িয়ায় এডিপির ৬০ লাখ টাকা ফেরত গেছে। এ ছাড়া সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ ব্যবহার করে তিনি উপজেলা পরিষদকে অকার্যকর করতে চেষ্টা চালাচ্ছেন। এ সময় সভাপতি পদ থেকে তাঁকে অপসারণের দাবি জানান বক্তারা। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, এমপির ছোট ভাই আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফরাজী, গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার প্রমুখ। এমপি ডা. রুস্তম বলেন, ‘মঠবাড়িয়া রেড জোনের মধ্যে আছে। এ সময় এ ধরনের সমাবেশ সম্পূর্ণ বেআইনি।’ তিনি আরো বলেন, ‘‘আমাকে সংসদীয় কমিটিতে রাখবে কী রাখবে না—সেটা সরকারের বিষয়।’

 

মন্তব্যসাতদিনের সেরা