kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

মণিরামপুরে ইজি বাইক চালককে গুলি করে ও গলা কেটে হত্যা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

১০ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযশোরের মণিরামপুরে প্রকাশ্য দিবালোকে রফিকুল ইসলাম রফি (৫৫) নামে এক ইজি বাইক চালককে গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার হাজিরহাট এলাকার দিগঙ্গা কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ ও ইজি বাইকটি উদ্ধার করা হয়েছে। রফিকের ডানপাশে বুকে ও ডান বাহুতে দুটি গুলির চিহ্ন এবং গলায় কোপের দাগ রয়েছে। রফিক উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত আলীর ছেলে। তাঁর নামে মণিরামপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে কয়েক বছর ধরে তিনি ইজি বাইক চালিয়ে সংসার চালাতেন।

স্থানীয়রা জানায়, গতকাল

দুপুরে সুন্দুলী বাজারে যাত্রী নামিয়ে দিয়ে মণিরামপুর বাজারের দিকে ফিরে আসছিলেন রফিক। দিগঙ্গা-কুচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা স্থানে পৌঁছলে কে বা কারা তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে চলে যায়।

হরিদাশকাটি ইউপি সদস্য, কুচলিয়া গ্রামের বাসিন্দা প্রণব কুমার বিশ্বাস জানান, গুলির শব্দ শুনে মাঠে থাকা লোকজন এগিয়ে গিয়ে রফিকের লাশ ও ইজি বাইকটি পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা