kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

ফরিদপুরে বিএনপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের নগরকান্দায় পুলিশের ওপর হামলার ঘটনায় মো. আসাদুজ্জামান (৪৮) নামের এক বিএনপি নেতাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আসাদুজ্জামান নগরকান্দা পৌরসভার নগরকান্দা এলাকার বাসিন্দা। নগরকান্দা পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর সালাম বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা