kalerkantho

শুক্রবার। ১৭ আশ্বিন ১৪২৭। ২ অক্টোবর ২০২০। ১৪ সফর ১৪৪২

স্কুল কমিটির চাপে অফিস সহকারীর আত্মহত্যা!

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের বিশ্বনাথে স্কুল পরিচালনা কমিটির চাপে আসমা শিকদার শিমলা নামের এক অফিস সহকারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগের দিন সোমবার দুপুরে তিনি হারপিক পান করেন।

শিমলা ওই উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী ছিলেন। তিনি একই ইউনিয়নের বাহাড়াদুবাগ গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। তাঁর একটি ছেলে আছে। এদিকে ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার আনোয়ার মিয়া নামে স্কুল পরিচালনা কমিটির এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

 

মন্তব্যসাতদিনের সেরা