kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

অবৈধ হাট বসবে না

রেজাউল করিম রেজা, নাটোর   

৯ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈদুল আজহা সামনে রেখে অবৈধ পশুর হাট বসানো যাবে না। এ ছাড়া অনুমোদিত হাটগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়। এর ব্যত্যয় হলে হাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি করা হয়। একই সঙ্গে জাল টাকা শনাক্ত, নিরাপত্তাসহ সব ধরনের সহায়তা দেবে জেলা ও পুলিশ প্রশাসন। এ ছাড়া পশু কেনাবেচা ও স্বাস্থ্য বিষয়ে নজরদারি বাড়াবে জেলা প্রাণিসম্পদ ও স্বাস্থ্য বিভাগ। করোনাকালে পশুর হাট নিয়ে গত সোমবার সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার, ইজারাদার ফজল আলম শিলু প্রমুখ।

 

 

মন্তব্যসাতদিনের সেরা