পঞ্চগড়ের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এমনকি এই রোগে আক্রান্ত গরু মারাও যাচ্ছে। উত্তরের এই জেলায় রোগটি ভয়াবহ আকার ধারণ করছে। একদিকে করোনা, অন্যদিকে লাম্পি স্কিন রোগে দিশাহারা ক্ষুদ্র খামারিসহ গরু পালনকারীরা। এই সুযোগে কিছু ওষুধ ব্যবসায়ী বেশ কায়দা করে তাঁদের পকেট কাটছেন। ওষুধের নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ, তিন গুণ পর্যন্ত বেশি রাখছেন তাঁরা। আর গরু বাঁচাতে বেশি দামেই ওষুধ কিনছেন অসহায়-দরিদ্র কৃষকরা। যদিও ওই রোগের নির্ধারিত কোনো প্রতিষেধক নেই।
জানা যায়, ওষুধের দাম বেশি রাখার বিষয়টি নজরে আসে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কর্মকর্তাদের। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় এনএসআই। অভিযানে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারের হাসিবুল ড্রাগ হাউসে লাম্পি স্কিন রোগের ওষুধের দাম দ্বিগুণ নেওয়ার প্রমাণ মেলে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ওষুধ ব্যবসায়ী হাসিবুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁকে সতর্ক করে দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান।
মন্তব্য