kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

দুই পরীক্ষায় দুই ফল

জয়পুরহাট প্রতিনিধি   

৮ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা পরীক্ষার জন্য গত ২৯ জুন সস্ত্রীক জয়পুরহাটের আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ওমপ্রকাশ আগরওয়ালা নামে এক সংবাদকর্মী। পরে গত ১ জুলাই সহকর্মীদের সঙ্গে জয়পুরহাট প্রেস ক্লাবের ভবনেও নমুনা দেন তিনি। ওই জেলার সব নমুনাই পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টারে পাঠানো হয়। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত পাঠানো ৩৯২টি নমুনা পরীক্ষার ফলাফল প্রতিবেদন ওই সেন্টার থেকে গত সোমবার রাতে জেলার সিভিল সার্জন কার্যালয়ে আসে। পরে রাতেই  আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক স্বাস্থ্যকর্মী ওই দম্পতির করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু একই সময় জয়পুরহাট প্রেস ক্লাবে দেওয়া নমুনা পরীক্ষার ফলাফল আসে নেগেটিভ। এ ঘটনায় দ্বিধা-দ্বন্দ্বে পড়েছেন আক্কেলপুর প্রেস ক্লাবের সভাপতি ওমপ্রকাশ।

মন্তব্যসাতদিনের সেরা