kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

পিসিআর ল্যাব স্থাপনের দাবি

গাইবান্ধা প্রতিনিধি   

৭ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধায় পিসিআর ল্যাব স্থাপন ও বিনা মূল্যে করোনা পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশ থেকে ডেটল, স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর প্রাপ্তি নিশ্চিতকরণ ও গরিব মানুষের মধ্যে বিনা মূল্যে বিতরণের দাবি জানানো হয়। এর আগে জেলা শহরের ডিবি রোডের ১ নম্বর রেলগেটে দলীয় কার্যালয়ের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মন্তব্য