kalerkantho

রবিবার। ২৫ শ্রাবণ ১৪২৭। ৯ আগস্ট ২০২০ । ১৮ জিলহজ ১৪৪১

রূপপুর প্রকল্পের ৫৯ কর্মী করোনা আক্রান্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) ৫৯ শ্রমিক-কর্মচারীসহ পাবনার ঈশ্বরদীতে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার ঢাকা, রাজশাহী এবং বগুড়া থেকে তাদের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ নিয়ে এই উপজেলায় করোনা রোগীর সংখ্যা হলো ১২২ জনে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খান এবং  হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ৮ জুন আরএনপিপির ভারতীয় সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান পাহাড়পুর কুলিং টাওয়ার লিমিটেডের এক শ্রমিক করোনা পজিটিভ হন। পরে ওই প্রকল্পে কর্মরত ৭০০ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার করোনা পরীক্ষার নির্দেশনা আসে। কিন্তু হাসপাতালে নমুনা কিট না থাকায় আরএনপিপি নিজ উদ্যোগে ঢাকায় নমুনা পাঠায়। সেখান থেকে ৫৯ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

মন্তব্যসাতদিনের সেরা