kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

ঈশ্বরদী জংশন নতুন সাজে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরদী জংশন স্টেশন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় ২৬ কিলোমিটার রেলসংযোগের জন্য ৩৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈশ্বরদী থেকে নতুন রেললাইন ও নতুন স্টেশন স্থাপনের কাজ চলছে। আর রেলের যাত্রী সেবার মানোন্নয়নের জন্য ব্রিটিশ আমলের পর থেকে উন্নয়নবঞ্চিত ঈশ্বরদী জংশন স্টেশনকেও করা হচ্ছে আধুনিকায়ন। এ স্টেশনে একসঙ্গে ১৮টি ট্রেন দাঁড়ানোর জন্য রেললাইন স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে মিটার গেজ ও ব্রড গেজ (ডুয়াল) লাইনের জন্য দুই পাশে সম্প্রসারণ কাজও প্রায় শেষের দিকে। উন্নয়ন কাজের মান ও অগ্রগতি দেখতে আজ শনিবার এ স্টেশন পরিদর্শনে আসছেন রেলসচিব মো. সেলিম রেজা। রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা