kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

ট্রলারডুবিতে নানি-নাতি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল   

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশালের হিজলায় মেঘনার শাখা শেওরা নদীতে ট্রলারডুবির ঘটনায় নানি-নাতি নিখোঁজ হয়েছে। গত বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজ দুজন হলো শাহিদা বেগম (৫০) ও তাঁর চার বছরের নাতি সাইমুন।

এ ব্যাপারে হিজলা নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, হরিণাথপুর ইউনিয়নের নাছোকাঠী গ্রামের মোতালেব ব্যাপারী তাঁর ১১ জন আত্মীয়স্বজনকে নিয়ে মেঘনার শাখা শাওরা নদী পাড়ি দিচ্ছিলেন। তাদের গন্তব্য ছিল হিজলা-গৌরবদী ইউনিয়নের বিষকাঁঠালী গ্রাম। আকস্মিক বাতাসে ট্রলারটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডুবে যায়।

মন্তব্যসাতদিনের সেরা