kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

সংক্ষিপ্ত

খাল দখলকারী গ্রেপ্তার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খালের অবৈধ বাঁধ কাটার সময় ইউপি সদস্য ও কনস্টেবলকে কুপিয়ে-পিটিয়ে আহত করার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। গত বুধবার রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দুটি করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে প্রধান আসামি মোশারফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খাস বাগুন্দার নবীছদ্দিন আলীর ছেলে। প্রসঙ্গত, খাস বাগুন্দা গ্রামে মরা হাকির মাঠে থাকা খাল অবৈধভাবে দখল করে বাঁধ দিয়েছেন মোশারফ। এতে বাঁধের উজানে হাড়ুকান্দী, বলেশ্বরপুর ও বাগুন্দার এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ বিঘা ফসলি জমিতে পানি আটকে থাকায় চাষাবাদ করা যাচ্ছে না। এ অবস্থায় ভুক্তভোগী কৃষকরা বাঁধ কাটার দাবিতে ইউএনওর কাছে আবেদন করে। ঘোলদাড়ি ভূমি অফিসের তহশিলদারকে বাঁধ কাটার ব্যবস্থা নিতে নির্দেশ দেন ইউএনও। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা