kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

বিদ্যুত্স্পর্শে কিশোরের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি   

২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরের পীরগাছার তাম্বুলপুর গ্রামে গতকাল বুধবার সকালে বিদ্যুত্স্পর্শে কিশোরের মৃত্যু হয়েছে। মৃত শাহীন মিয়া (১৫) একই গ্রামের আফর আলীর ছেলে। জানা যায়, গতকাল ভোরে ব্রেন স্ট্রোকে শাহীনের চাচা জাফর আলীর (৬০) মৃত্যু হয়। সকালে তাঁর জানাজার প্রস্তুতি চলছিল। লাশের গোসল শেষে ঘরে একটু বিশ্রাম নিতে চেয়েছিল হাফেজ শাহীন। এ জন্য ফ্যানের সুইচ চালু করে সে। কিন্তু সুইচ চালুর সঙ্গে সঙ্গে বিদ্যুত্স্পর্শে তার মৃত্যু হয়। একই দিনে চাচা-ভাতিজার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে দুজনের লাশই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা