kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

পানিতে পড়ে শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



যশোরের কেশবপুরে বাড়ির পাশে নিচু জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম আমেনা খাতুন (১১ মাস)। সে ওই গ্রামের আবুহর সিদ্দিকী ও আফরোজা খাতুনের মেয়ে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসী জানায়, পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে নিচু জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকতে দেখে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় শিশুটির বাবা বাড়ির বাইরে ছিলেন। আর মা বাড়ির পাশে ধান শুকানোর কাজ করছিলেন।

মন্তব্য



সাতদিনের সেরা