kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

সাঁওতাল বিদ্রোহ দিবস

আলাদা ভূমি কমিশন দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবসে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের (আদিবাসী) জন্য আলাদা স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানালেন সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার বিকেলে ১৬৫তম সাঁওতাল বিদ্রোহ দিবসে ঠাকুরগাঁও সদর উপজেলা সালান্দর পাঁচপীরডাঙ্গা আদিবাসী পল্লীতে গণ-অবস্থান ও আলোচনাসভা থেকে এই দাবি জানানো হয়।

জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জেকপ খাল্কোর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক বিষুরাম মুর্মু, উপদেষ্টা ইমরান আলী, ঢেনা মুর্মু, দুলাল তিজ্ঞা ও সুজন কুজুর।

বক্তারা বলেন, আদিবাসীরা সব সময় রাষ্ট্রতন্ত্রের দ্বারা বৈষম্য ও সমাজে এক শ্রেণির মানুষ নামের রাক্ষসদের কাছে শোষণের শিকার হয়ে আসছে। উত্তরাঞ্চলের অনেক আদিবাসী সাঁওতালের জমি জবর দখল করে ভোগদখল করছে অনেকেই।

মন্তব্যসাতদিনের সেরা