kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

লণ্ডভণ্ড ১০ গ্রাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৭ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলণ্ডভণ্ড ১০ গ্রাম

‘হঠাৎ করে দেখি ধোঁয়ার মতো কুণ্ডলী উড়ছে। কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে তছনছ হয়ে গেল কিছু বাড়িঘর। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি এলাকায় এটি আঘাত হেনেছে।’ গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর ভয়াবহতা সম্পর্কে এভাবেই বর্ণনা দিচ্ছিলেন দুলাল মিয়া নামের এক ব্যক্তি। তিনি আরো জানান, তাঁর এলাকা সরাইলের বুড্ডা গ্রামের ১০ থেকে ১২টি ঘর টর্নেডোতে তছনছ হয়ে গেছে।

জানা গেছে, টর্নেডোতে ওই দুই উপজেলার অন্তত ১০টি গ্রামের প্রায় দেড় শ বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। উপড়ে পড়েছে শত শত গাছপালা। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি।

টর্নেডোর সময় রাস্তায় থাকা এম এ সোহেল তালুকদার নামের এক ব্যক্তি অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। পোস্ট অফিসে কর্মরত ওই ব্যক্তির বাড়ি আশুরাইল গ্রামে। এ ছাড়া এ ঘটনায় আরো অন্তত ১০ জনের মতো আহত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বাস করছে। পরবর্তী সময়ে আবার বৃষ্টি হওয়ায় তাদের বিপাকে পড়তে হয়। করোনা পরিস্থিতির মধ্যে আর্থিক দৈন্যদশার কারণে নতুন ঘর ওঠানো নিয়ে এখন তারা শঙ্কায় আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। উপজেলায় শতাধিক বাড়িঘর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।’

মন্তব্য