kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মোট ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৬ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি গত বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে মারা যাওয়ার পর রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাঁকে করোনায় মৃত হিসেবে দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

গত বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল।

মৃত ব্যক্তি বগুড়া শহরের নিশিন্দারা শৈলারপাড়ার বাসিন্দা এবং একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার ছিলেন।

এই নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুজন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ১১ জনের।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন জানান, বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুজন ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১১ জন। মৃত অন্যজন হলেন সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী বেগম কামরুন্নাহার পুতুল।

এদিকে বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও টিএমএসএস মেডিক্যাল কলেজ ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে বগুড়া সদরে ২৮ জন, শেরপুরে আটজন, গাবতলী ও ধুনটে দুজন করে এবং শাজাহানপুর ও কাহালুতে একজন করে।

মন্তব্যসাতদিনের সেরা