kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

গমবোঝাই ট্রাক জব্দ

আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ   

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জের নাচোলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে খাদ্য গুদামে অভিযান চালানো হয়েছে। এ সময় কৃষকের নামে গম ঢোকানোর অভিযোগে প্রায় ২৫ মেট্রিক টন গমসহ একটি ট্রাক জব্দ করা হয়। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক, এনএসআইয়ের উপপরিচালক মোরশেদ আলম, নাচোল থানার ওসি সেলিম রেজা, ওসি (তদন্ত) আবদুল হান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজহারুল ইসলাম অভিযানে অংশ নেন। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। যেসব কৃষকের নামে খাদ্য গুদামে এসব গম ঢোকানোর কথা বলা হয়েছে, সেসব কৃষক কোনো গম দেননি। ট্রাকটিতে  ২৫ মেট্রিক টন গম ছিল বলে তিনি জানান। ইউএনও আরো বলেন, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা