kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

পানিতে ডুবে শিশুর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি   

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের মণিরামপুরে পানিতে ডুবে ফাহিম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গালদা হানেফ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি সেখানে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। সে মাহমুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় খেদাপাড়া ইউপি সদস্য ইকরামুল কবির জানান, বুধবার বিকেলে মা কাকলি খাতুনের সঙ্গে গালদায় নানা তবিবুর রহমানের বাড়িতে বেড়াতে যায় ফাহিম। একপর্যায়ে মা কাকলি ছেলেকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দেন।

মন্তব্যসাতদিনের সেরা