kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

বগুড়ায় নিখোঁজ দুই শিশুর লাশ ডোবায়

নাটোরে যুবককে শ্বাসরোধে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও নাটোর প্রতিনিধি   

৪ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার গাবতলীতে গত মঙ্গলবার নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা লাশ দুটি শাহাপুর উত্তরপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে সৌরভ (৬) ও একই গ্রামের সোহেল ইসলামের ছেলে কাউছারের।

মঙ্গলবার সন্ধ্যায় সৌরভের বাড়ির পাশের ডোবা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। একই দিন দুপুরে নিখোঁজ হয়েছিল তারা।

গাবতলী মডেল থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৌরভের বাবা জানান, তাঁর বাড়ি থেকে ২০০ গজ দূরে ডোবাটির পাশে সৌরভসহ অন্য শিশুরা খেলাধুলা করত।

অন্যদিকে নাটোর সদরে ওমর ফারুক মিঠু নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গত বুধবার ভোরে নিজ বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। মিঠু সিংগারদহ পূর্বপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে।

নাটোর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা