kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

রংপুরে প্লাজমা থেরাপিতে অনিশ্চয়তা

রংপুর অফিস   

৪ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা প্রতিরোধে প্লাজমা থেরাপি মেশিন নেই রংপুরে। ফলে কভিড-১৯ থেকে সেরে ওঠা রোগীর রক্ত থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত রোগীর দেহে দেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ বলছে, খুব দ্রুত সভা করে প্লাজমা মেশিনের চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে সুস্থ হওয়া রোগীর অনেকেই প্লাজমা দিতে আগ্রহ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে করোনা রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে। এতে আক্রান্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। কিন্তু রংপুরে প্লাজমা মেশিন না থাকায় ওই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা। যদিও ২০ বছরের নিচে এবং ৫০ বছরের ঊর্ধ্বে মানুষের দেহ থেকে প্লাজমা নেওয়া যাবে না। রংপুর বিভাগের আট জেলায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ৫০ বছর বয়সের বেশি রোগীর সংখ্যা শতাধিক। ২০ বছরের নিচে রোগীর সংখ্যা প্রায় ২৫ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ জন। সাড়ে ৩০০ সুস্থ রোগীর প্রায় ২০০ জনই বিভিন্ন কারণে রক্ত দেওয়ার অনুপযোগী। বাদবাকি যাঁরা রয়েছেন তাঁদের অনেকেই আবার রক্ত দিতে আগ্রহী নন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান বলেন, দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি প্লাজমা মেশিনের চাহিদাপত্র পাঠানো হবে।

মন্তব্যসাতদিনের সেরা