kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

বিদ্যুত্স্পর্শে মৃত্যু বাবা-ছেলের

পীরগাছা (রংপুর) প্রতিনিধি   

৩ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরের পীরগাছায় মৎস্য খামারের বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মৎস্য খামার থেকে পানিতে ভেসে থাকা অবস্থায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার পূর্বপরান গ্রামের আজিজার রহমানও তাঁর ছেলে সুমন মিয়া। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার রাত ১২টার দিকে নিহত আজিজার রহমান ও তাঁর ছেলে নিজ মৎস্য খামারের পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। সারা রাত ভেসে থাকার পর সকালে পরিবারের লোকজন মরদেহ দুটি দেখতে পায়। পরে আজিজার রহমানের জামাতা আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের চেষ্টা করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

মন্তব্যসাতদিনের সেরা