kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

যমুনা গিলছে জমি-ভিটা

আঞ্চলিক প্রতিনিধি, পাবনা   

২ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযমুনা গিলছে জমি-ভিটা

পাবনার বেড়া উপজেলার রূপপুরে যমুনা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ছবি : কালের কণ্ঠ

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে যমুনা পারের রূপপুর ইউনিয়নে নটাখোলা ঘাট থেকে মুন্সীগঞ্জ এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে প্রায় ৫০ বিঘা ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে ঘোপশিলেন্দা গ্রাম। চরম শঙ্কায় দিন কাটছে যমুনা পারের মানুষের।

এলাকাবাসী জানায়, বর্ষা আসতে এখনো দেরি। কিন্তু এরই মধ্যে যমুনার ভাঙন তাদের চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি গত দুই সপ্তাহ ধরে নটাখোলা থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত এলাকায় নদীভাঙন শুরু হয়েছে। বর্তমানে এর তীব্রতা বেড়েছে। এর মধ্যে ঘোপশিলেন্দা গ্রামের ১২০ মিটার অংশে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি বলে গ্রামবাসী জানায়। ভাঙন অব্যাহত থাকলে ঘোপশিলেন্দা গ্রামটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘোপশিলেন্দা গ্রামের রূপপুর ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, নতুন ভাঙনে কয়েকটি বসতবাড়ি ও প্রায় ৫০ বিঘা ফসলি জমি নদীতে চলে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

মন্তব্যসাতদিনের সেরা