kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

ভালুকায় সড়কে ধস

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভালুকায় সড়কে ধস

ভালুকা-বিরুনীয়া বাজার সড়কের ধসে যাওয়া অংশ। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ভালুকায় ধসে গেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন জনগুরুত্বপূর্ণ ভালুকা-বিরুনীয়া বাজার সড়কের কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের অংশ। এতে বন্ধ হয়ে গেছে ওই সড়ক হয়ে বিরুনীয়া বাজারের যানচলাচল। ওই অংশের ধস ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা জানায়।

জানা যায়, ভালুকা-বিরুনীয়া বাজার সড়কটিতে প্রতিদিন শতাধিক মালবাহী ট্রাক, সিএনজিচালিত অটোটেম্পো, ব্যাটারিচালিত ইজি বাইক, মিলের শ্রমিকবাহী বাসসহ অন্যান্য অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কটির একটি বৃহৎ অংশের পাশ দিয়ে ভালুকার পূর্ব সীমান্তবর্তী সুতিয়া নদী প্রবাহিত। তা ছাড়া ক্রমাগত ভাঙনে সুতিয়া নদীর কিছু কিছু এলাকা সড়কটির কাছে চলে এসেছে।

এদিকে কিছুদিন আগে সড়কটির কংশেরকুল উচ্চ বিদ্যালয় অংশের প্রায় ৫০ ফুট এলাকায় ফাটল দেখা দেয় এবং গত কয়েক দিনের দফায় দফায় প্রবল বর্ষণে ফাটল বৃদ্ধি পেতে থাকে। সম্প্রতি সড়কের ওই অংশ ধসে পাশে সুতিয়া নদীতে পড়ে যায়। ফলে স্কুলটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে সড়কের ধসে যাওয়া অংশ জরুরি ভিত্তিতে সংস্কার করা দরকার।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল বলেন, ‘সড়কের ভাঙা অংশ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা