kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

ঠাকুরগাঁওয়ে আরো ২৫ জন আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি    

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৯ জনে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, বালিয়াডাঙ্গীতে দুজন, রাণীশংকৈলে পাঁচজন, পীরগঞ্জে চারজন ও হরিপুর উপজেলায় তিনজন। আক্রান্তদের মধ্যে ১৩ জন নারী, ১০ জন পুরুষ ও দুজন শিশু রয়েছে। এ ছাড়া আক্রান্তদের মধ্যে রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকাফেরত মহিলা নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, শের-ই-বাংলানগর, ঢাকা এবং এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ দিনাজপুর থেকে প্রাপ্ত সব শেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় শনিবার নতুন করে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মন্তব্য