kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

চাল পাচারকালে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

৩১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার গাবতলীতে সরকারি খাদ্যগুদাম থেকে চাল পাচারের সময় আটক গুদাম কর্মকর্তাসহ তিনজনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। এদিকে ঘটনা তদন্তে  জেলা খাদ্য বিভাগের গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত কাজ শুরু করেছে। শুক্রবার রাতে গাবতলী থানা থেকে গুদাম কর্মকর্তাসহ তিনজনকে দুদক বগুড়া সমন্ব্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। দুদকের কাছে হস্তান্তরকৃতরা হচ্ছেন গাবতলী উপজেলার সাবেকপাড়া সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী  মো. শফিকুল ইসলাম, গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম ও চাল ব্যবসায়ী আমজাদ হোসেন। দুদক বগুড়া সমন্বিত  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, পুলিশের কাছ থেকে অভিযুক্ত তিনজনকে বুঝে নেওয়া হয়েছে।

মন্তব্য