kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

শাজাহানপুরে আক্রান্ত ১৫

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

৩০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার শাজাহানপুরে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয়জন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নার্স, ইঞ্জিনিয়ার, গার্মেন্টকর্মী, মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ, সিকিউরিটি গার্ডসহ ১৫ জন। এর মধ্যে ছয় নারী ও এক শিশু রয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এক বাসায় ঢাকাফেরত এক সিকিউরিটি গার্ড কর্মী। তাঁর স্ত্রী ও দুই শিশু পুত্রের করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। গণ্ডগ্রামে ঢাকাফেরত গার্মেন্টকর্মী এক দম্পতি করোনায় আক্রান্ত হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা