kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরদীর সলিমপুরের ভাড়ইমারীতে আম্ফানে বিধ্বস্ত হওয়া ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে আব্দুল বারী নামে এক চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার) সকালে ভাড়ইমারী উত্তরপাড়ার হাসেম প্রামাণিকের বাড়িতে ঝড়ে বিধ্বস্ত হওয়া বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

তিনি ভাড়ইমারী স্কুলপাড়ার মৃত হারু মালিথার ছেলে ও স্থানীয় ধান চাতাল মিলের ড্রাইভার ছিলেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎস তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য