kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

আদমদীঘিতে আক্রান্ত আনসার সদস্য

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার আদমদীঘিতে আনসার সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানসহ ৩৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের সবার নমুনাও সংগ্রহ করা হয়। পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিকেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, আদমদীঘি উপজেলা পরিষদে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ওই আনসার সদস্যের এক সপ্তাহ আগে নমুনা সংগ্রহ করা হয়েছিল। ঢাকা থেকে আসা রিপোর্টে তাঁকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান ও ইউএনওসহ ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এবং তাদের সবার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা