kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

শহরে এক দিনে আক্রান্ত ১৭ জন

রাঙামাটি প্রতিনিধি   

২১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাঙামাটি জেলা শহরে এক দিনে আরো ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন। রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বেসরকারি একটি ক্লিনিকের মালিক চিকিৎসকও রয়েছেন। এর আগে গত ৬ মে প্রথম এই জেলায় চারজনের করোনা শনাক্ত হয়। ১২ মে একজন, ১৩ মে ৯ জন এবং ১৪ মে ১১ জন আক্রান্ত হয়। এরপর ১৬ মে আক্রান্ত হন এক নার্স। কিন্তু ১৭ ও ১৮ মে আসা রিপোর্টে আর কারো আক্রান্ত হওয়ার তথ্য মেলেনি। সর্বশেষ ১৯ মে আসা রিপোর্টে ১৭ জন আক্রান্ত হয়।

মন্তব্যসাতদিনের সেরা