kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

চেয়ারম্যানকে দুর্নীতিবাজ বললেন বরখাস্ত মেম্বার

ঝালকাঠি প্রতিনিধি   

১৭ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান সিকদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগে গতকাল শনিবার সকালে নলবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে সংবাদ সম্মেলন করেন সুবিদপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বরখাস্ত সদস্য (মেম্বার) রেজাউল করিম সোহাগ খান। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার উপস্থিত ছিলেন।

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ১৫ মার্চ সোহাগ খানকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে গত ৫ মে তাঁকে ইউপি সদস্য পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মন্তব্যসাতদিনের সেরা