kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

দুস্থদের সাবান-মাস্ক দিল শুভসংঘ

গাইবান্ধা প্রতিনিধি   

১৬ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধায় গতকাল শুক্রবার দুপুরে জেলা শহরের ডিবি রোড ও গাইবান্ধা-বালাসী সড়কে  ছিন্নমূল মানুষ, ভিক্ষুক, দিনমজুর ও রিকশাচালকদের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মাস্ক ও সাবান বিতরণ করেছেন শুভসংঘের কর্মীরা। শুভসংঘের জেলা কমিটি এবং গাইবান্ধা সরকারি কলেজ শাখার বন্ধুরা এতে অংশ নেন। পায়ে হেঁটে ঘুরে ঘুরে তাঁরা এসব মানুষকে করোনা প্রতিরোধে সতর্ক থাকার জন্য করণীয় বিষয়ে পরামর্শ দেন। এই কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা কমিটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চান, সাংস্কৃতিক সম্পাদক লতা সরকার, নির্বাহী সদস্য দেবী সাহা, সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম হাওলাদার, দপ্তর সম্পাদক নূর হাসান মণ্ডল সাফি, সদস্য সামিউল ইসলাম সাকিব অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা