kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

ঠাকুরগাঁও-দিনাজপুর বকেয়া বেতনের দাবি শ্রমিকদের

ঠাকুরগাঁও ও বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

১১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবর্তমান করোনা পরিস্থিতিতেও তিন মাস ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের কয়েক শতাধিক শ্রমিক-কর্মচারী। একদিকে করোনার ভয়, অন্যদিকে বেতন-ভাতা বন্ধ; আবার কয়েক দিন পরই পবিত্র ঈদুল ফিতর। তাই বাধ্য হয়ে গতকাল রবিবার সকালে ওই মিল গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তাঁরা।

এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পরিষদের সভাপতি মো. উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. এনায়েত আলী উলুব্বী, সাংগঠনিক সম্পাদক মো. খালেকুজ্জামান রেজা প্রমুখ।

এদিকে দিনাজপুরে টিকে থাকা একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও আখচাষিদের পাওনা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ওই চিনিকলের মূল ফটকে সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা