kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

কাজি ও ঘটকের কারাদণ্ড

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআলমডাঙ্গায় পৃথক দুটি বাল্যবিয়ের আয়োজন করায় কাজি ও ঘটককে কারাদণ্ড এবং অভিভাবকসহ ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী গতকাল বুধবার দুটি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ শাস্তি দেন। জানা যায়, মেহেরপুর জেলার সালদা গ্রামের বাবুল হোসেনের নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যা দীপা খাতুনের বিয়ে ঠিক হয় একই জেলার ষোলটাকা গ্রামের আবুল কালামের কিশোর ছেলে বাচ্চু আলীর সঙ্গে। নিজ এলাকায় বাল্যবিয়ে দেওয়ার অসুবিধার কারণে কৌশলে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আব্দুর রহিমের ছেলে একরামুল হকের বাড়িতে ওই বাল্যবিয়ের আয়োজন করা হয়।

অন্যদিকে একই দিনে আলমডাঙ্গা উপজেলার কাঁটাভাঙ্গা গ্রামে আরেকটি বাল্যবিয়ের আয়োজন করা হয়। কাঁটাভাঙ্গা গ্রামের মহসিন আলীর দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী কন্যা টাইরা খাতুনের বিয়ের আয়োজন করা হয় একই উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের এখার উদ্দীনের ছেলে ফিরোজ আলীর সঙ্গে। দুপুরে বরযাত্রী বিয়েবাড়ি পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন।

মন্তব্যসাতদিনের সেরা