kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

তিন ইউপি সদস্য আটক

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের কাজিপুরে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগে সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হরিনাথপুর বাজার থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ছরভানু খাতুন। জানা যায়, গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপন খবরের ভিত্তিতে ওই বাজারে চাল বিতরণকেন্দ্রে হাজির হন। এ সময় তিনি প্রকৃত কার্ডধারীদের বাদ দিয়ে অন্য লোকের মাধ্যমে চা তোলা ও একই জাতীয় পরিচয়পত্র দিয়ে একাধিক ব্যক্তির নামে চাল তোলার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন।

মন্তব্যসাতদিনের সেরা