kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

সরকারি চাল জব্দ আটক ৪

সিংড়া (নাটোর) ও বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি   

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় ত্রাণের ১৩ বস্তা চাল জব্দসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন সুকাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ্, চাল ব্যবসায়ী গোলাম ও ডিলার লেবু। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু। এদিকে নওগাঁর বদলগাছীতে গত সোমবার নিজ বাড়িতে সরকারি ১৪ বস্তা চাল মজুদের অভিযোগে একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃতের নাম সোহেল রানা। তিনি ওই গ্রামের আব্দুল করিমের (মৃত) ছেলে। গতকাল তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা