kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

ন্যায্য মূল্যের পণ্য জব্দ আটক ১

রংপুর অফিস   

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরংপুরে সরকারের ন্যায্য মূল্যের খাদ্যপণ্য বিক্রি না করে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে মোহাম্মদ সামি নামের এক গুদাম কর্মচারীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে নগরীর বাবুপাড়া এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে ওই গুদাম থেকে পাঁচ লিটার সয়াবিন তেলের ৫০টি ও দুই লিটারের ৫৭টি কার্টন, ৫০ কেজি চিনির ৪৭টি বস্তা, ৫০ কেজি মসুর ডালের ১০টি বস্তা এবং ২৫ কেজি  পেঁয়াজের ১৭টি বস্তাসহ খোলা তেলের ২২০টি প্যাকেট জব্দ করা হয়। এসব পণ্যের দাম আনুমানিক দুই লাখ টাকা। প্রতিটি পণ্যের গায়ে টিসিবির স্টিকার লাগানো আছে। এ সময় গুদাম মালিক আব্দুল খালেক মিয়া সেখানে না থাকায় তাঁর কর্মচারী সামিকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, সরকারের ন্যায্য মূল্যের ওই সব খাদ্যপণ্য বিক্রি না করে কেন মজুদ করে রাখা হয়েছিল এবং কারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্যসাতদিনের সেরা