kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

সংক্ষিপ্ত

সিলেটে ল্যাব প্রস্তুত আজ থেকে পরীক্ষা

সিলেট অফিস   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য স্থাপিত পলিমার্স চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব এখন পুরোপুরি প্রস্তুত। আজ থেকেই এখানে পরীক্ষা শুরু হবে। প্রাথমিক অবস্থায় প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। আর এ পরীক্ষার ফলাফল ৪ থেকে ৬ ঘণ্টার মধ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি বলেন, ‘আজ (সোমবার) কিছু নমুনা নিয়ে ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে পরীক্ষামূলকভাবে টেস্ট করে দেখা হবে। এরপর মঙ্গলবার থেকে পুরোদমে পরীক্ষা শুরু হবে।’ এই ল্যাব স্থাপনের জন্য গত ৩০ মার্চ মেশিন ও কিট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে। প্রাথমিকভাবে ৫০০ কিট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো কিট আসবে বলে জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা