kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

সন্দেহ করোনা রোগী

পোশাককর্মীকে এলাকায় ঢুকতে দেয়নি গ্রামবাসী

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা থেকে অ্যাম্বুল্যান্সে করে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পথে মোহাম্মদ রফি (৫৫) নামের এক পোশাককর্মীকে এলাকায় ঢুকতে দেয়নি গ্রামবাসী। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন—এমন সন্দেহে রাস্তার মধ্যে অ্যাম্বুল্যান্স আটকে দেওয়া হয়। গতকাল দুপুরে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারি গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পুলিশ গিয়ে রফিসহ গাড়িতে থাকা সবাইকে পাবনা সদর হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোয়াইলমারি গ্রামের মৃত ওয়াজিউদ্দিনের ছেলে মোহাম্মদ রফি দীর্ঘদিন ধরে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন। পাশাপাশি পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। হঠাৎ করেই গত তিন দিন আগে রফি ঠাণ্ডা-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসক দেখান।

মন্তব্যসাতদিনের সেরা