kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুরে গত বৃহস্পতিবার রাতে শিলাবৃষ্টিতে বোরো ধান, সবজি, মৌসুমি ফল ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুরের সাবদারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নওশের আলী নাছির বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। পৌনে এক ঘণ্টার এই বৃষ্টিতে ধান, মৌসুমি ফল ও মাঠের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।’ অন্যদিকে কোটচাঁদপুরের উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, ‘আমাদের মাঠকর্মীরা এখনো মাঠেই অবস্থান করছেন। তাঁরা ফিরে না আসা পর্যন্ত ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে শিলাবৃষ্টিতে আংশিক ক্ষতি হয়েছে।’ 

মন্তব্য



সাতদিনের সেরা