kalerkantho

শনিবার । ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩০  মে ২০২০। ৬ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

করোনা নিয়ে গুজব পাঁচ যুবক গ্রেপ্তার

রংপুর অফিস ও সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি   

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার ভোররাতে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ উপজেলার বামনডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরো একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবকরা হলো—সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা মন্মথ গ্রামের আশিক, অঙ্কন, তামিম, আকতারুজ্জামান ও সমির। পুলিশ জানায়, সম্প্রতি করোনাভাইরাসে রংপুর মহানগরীর ধাপ এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে একটি গ্রুপ ভুয়া নিউজ পোস্ট করে। পরে গোয়েন্দা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রুপটির অ্যাডমিনদের লোকেশন নিশ্চিত করে।

মন্তব্যসাতদিনের সেরা