kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি   

৩ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে মো. জয়নাল (৪৮) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

গত বুধবার রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চোঁচপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের বাসিন্দা সমিরুদ্দীন ওরফে মাঝিলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে রাণীশংকৈলের নন্দুয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জমিরুল ইসলাম জানান,

জয়নাল কয়েক বছর ধরে ভারতে বসবাস করছিলেন। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। বাংলাদেশে নিজ গ্রামে তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। ভারতেও তাঁর দ্বিতীয় স্ত্রী রয়েছে। বুধবার রাতে জয়নাল ভারত থেকে বাংলাদেশে আসার উদ্দেশে অবৈধভাবে চোঁচপাড়া সীমান্ত পিলার ও তারকাঁটা অতিক্রম করেন। ওই সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার চাঁকলাগড় ক্যাম্পের বিএসএফ জোয়ানরা গুলি ছুড়লে জয়নাল ঘটনাস্থলেই নিহত হন।

গতকাল বৃহস্পতিবার সকালে সীমান্তের তারকাঁটার পাশে স্থানীয় লোকজন তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পে খবর দেয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা