kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জ সদর উপজেলার পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শে এক শিশু ও এক ইজি বাইক চালকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামে ব্যাটারিচালিত ইজি বাইক টমটম চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নূরুল আমীন (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত নূরুল আমীন বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের লেবু মিয়ার ছেলে। কয়েক দিন আগে নিহত নূরুল তাঁর এক আত্মীয়ের বাড়ি নসরতপুরে বেড়াতে যান। গত সোমবার সন্ধ্যায় তিনি একটি টমটম ইজি বাইক চার্জ দেওয়ার জন্য ওই এলাকার একটি গ্যারেজে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলার আব্দাখাই মশাজান গ্রামে ১০ মাসের শিশু সানজিদা আক্তার বিদ্যুৎস্পর্শে মারা যায়।

মন্তব্যসাতদিনের সেরা