kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

অষ্টমীর স্নানসহ সব মেলা বাতিল

কুড়িগ্রাম প্রতিনিধি   

১ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধে চিলমারীর ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নান ও মেলা বাতিল করা হয়েছে। এই উৎসবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর লক্ষাধিক মানুষ অংশ নিত। চিলমারী উপজেলা প্রশাসন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক বৈঠক করে অষ্টমী স্নান ও মেলা বাতিলের কথা জানায়। একই দিনে কুড়িগ্রাম শহরের চেংরার মেলা ও আজ বুধবারের ঐতিহ্যবাহী সিন্দুরমতির মেলাসহ সব মেলা বাতিল করা হয়েছে। সিন্দুরমতি মেলার পরিবর্তে বার্ষিক পূজা-অর্চনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে চিলমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান শাহ বলেন, ‘গণজমায়েত নিষিদ্ধ থাকায় সতর্কতার অংশ হিসেবে এই অষ্টমী স্নানসহ সব ধরনের মেলা বাতিল করা হয়েছে।’

মন্তব্য