kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

রাজশাহী মেডিক্যাল থেকে রোগী ফেরত নয়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

৩১ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) থেকে কোনো রোগীকে ফেরত দেওয়া হবে না। নতুন যেকোনো ধরনের রোগী এলে তাকে চিকিৎসা দেওয়া হবে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসা দেওয়ার জন্য মেডিসিন বিভাগের ১৫ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সহযোগী অধ্যাপক ডা. আজিজুল হক আজাদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

এই চিকিৎসকদের কল করে ২৪ ঘণ্টা সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ নেওয়া যাবে।

এ ছাড়া করোনাসংশ্লিষ্ট বিষয়ে রামেক হাসপাতালে তথ্য আদান প্রদান ও প্রাপ্ত তথ্যাদি রেজিস্টারভুক্ত করার জন্য পাঁচটি হটলাইন নম্বর চালু করা হয়েছে।

গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালটির উপপরিচালক সাইফুল ফেরদৌস, রামেকের অধ্যক্ষ নওসাদ আলী, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।

মন্তব্যসাতদিনের সেরা