kalerkantho

বৃহস্পতিবার । ১৮ আষাঢ় ১৪২৭। ২ জুলাই ২০২০। ১০ জিলকদ  ১৪৪১

সংক্ষিপ্ত

করোনা পরীক্ষায় প্রস্তুত সিলেট

সিলেট অফিস   

৩০ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকার বাইরে সিলেটেও করোনাভাইরাসের পরীক্ষা শুরু হচ্ছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে একটি বিশেষায়িত ল্যাব। আজ সোমবার ল্যাবের প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতি সিলেট এসে পৌঁছার কথা রয়েছে। আগামী সপ্তাহ থেকে এই হাসপাতালে করোনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানা গেছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত ল্যাব স্থাপনের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর এটি স্থাপন করছে। হাসপাতালের উপপরিচালক বলেন, বর্তমানে ময়মনসিংহে একটি দল করোনা ল্যাব স্থাপনের কাজ করছে। সেই দলটিরই মেশিন ও যন্ত্রপাতি নিয়ে আজ সোমবার সিলেট আসার কথা রয়েছে।

মন্তব্য