kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

ঈশ্বরদীতে কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (আইইপিজেড) হেয়ার স্টালা কম্পানি-১-এর শ্রমিকরা ছুটির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কম্পানির প্রায় এক হাজার নারী-পুুরুষ শ্রমিক ছুুটির দাবিতে এসব কর্মসূচি পালন করেন।

নাম প্রকাশ না করার শর্তে ঈশ্বরদী ইপিজেডে চালু থাকা কম্পানিগুলোর শ্রমিকরা অভিযোগ করে জানায়, করোনাভাইরাস আতঙ্কের মধ্যে এখনো উইন্টার ফ্যাশন, তিয়ানী, এমজিএল, হেয়ার স্টালা, নাকানো কম্পানি ইন্টারন্যাশনালে উৎপাদন চালানো হচ্ছে। অন্যদিকে এই ইপিজেডেরই রহিম আফরোজ গ্লোবাল, তোয়া, এবা, রুলিং বিডি, রেনেসাঁসহ বেশ কিছু কম্পানি এরই মধ্যে বন্ধ ঘোষণা করে তাঁদের শ্রমিকদের ছুুটি দিয়েছে।

এ বিষয়ে অনেক চেষ্টা করেও হেয়ার স্টালা কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্যসাতদিনের সেরা