kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

শ্যামনগরে প্রশাসন সক্রিয়

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি   

২৮ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরার শ্যামনগরে ফাঁকা রাস্তা, দোকানপাট বন্ধ। চারদিকে সুনসান নীরবতা। বিশেষ প্রয়োজনে নিত্যপণ্য সংগ্রহের জন্য দু-একজনের দেখা মিললেও চেনার উপায় নেই। মাস্কে মুখ ঢাকা, হাতে গ্লাভস। এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনায় তাঁর নেতৃত্বে পর্যবেক্ষকদল গঠন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে চষে বেড়াচ্ছে। হ্যান্ড মাইক নিয়ে মানুষদের বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হতে নিষেধ করা হচ্ছে। নকিপুর বাজারে সওদা কিনতে আসা মুসা ও কাজল জানায়, তিন দিন ঘরে অবরুদ্ধ থাকার পর বাজারে আসছে মাছ-তরকারির জন্য।

মন্তব্যসাতদিনের সেরা