kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মাত্র দুজন রোগী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি   

২৮ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার সুন্দরগঞ্জে করোনাভাইরাস আতঙ্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীশূন্য হয়ে পড়েছে। গতকাল শুক্রবার গুটিকয়েক রোগী এ হাসপাতালের জরুরি বিভাগে সেবা নিতে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের বাড়িতে পাঠানো হয়।

গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশির ভাগ শয্যা (বেড) ফাঁকা পড়ে আছে। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মীদের হাসপাতালের সব স্থানে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে দেখা গেছে। পাশের জরুরি বিভাগে সেবা দিতে দেখা গেছে একজন বিশেষজ্ঞ নারী চিকিৎসক ও একজন সহকারী চিকিৎসককে।

গতকাল বিকেলে ওই হাসপাতালে দায়িত্বরত আবাসিক চিকিৎসক ডা. সিরাজুম মনিরা বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রোগীর উপস্থিতি কমে গেছে। সকাল থেকে এ পর্যন্ত মোট ছয়জন রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে দুজন ভর্তি আছেন।’

মন্তব্যসাতদিনের সেরা